এসো এমন একটা স্বপ্ন দেখি, গড়ি অনন্য সে কীর্তি  
হানা-হানি নেই যেখানে, নেই কাতর কন্ঠের আর্তি
প্রতি প্রাণ বাঁচুক হাসি নিয়ে- জাগুক হাজার খুশি
দূখ্য গুলো  যাক দূরে – হোক সে চির প্রবাসী।।

যাক ভেসে যাক, দীর্ন যত অমিল ধারা
মুক্ত হয়ে মনে প্রাণে, হোকনা জীবন পাগল পারা  
মিলন স্রোতের মাঝে জাগা, আশার নূতন চরে
সূর্য উঠুক, ফুল ফুটুক, আগামীর প্রতি ভোরে।।


এক উপাদান, একই দেহ, এক মাটিতেই বাঁচি  
নেই তো কিছুই ভিন্ন ভিন্ন, একই শরীর, যা আছে সব খাঁটি      
কেউ দেখেনি, সে জন কেমন, কোথায় করেন বাস
কেমন করে স্বপ্ন দেখান, কোনটা সে সত্যের নির্যাস ।।  


কল্পনা রং, কিছু মনের মাঝে, সাজিয়ে কথার মালা
খুঁজছি সবাই, রাস্তা একই, মনে বিভেদ বরণ ডালা
কি চান তিনি, কে জানে গো, কখন গেলেন বোলে
মাটির আদর এড়িয়ে বল, যাবে কোন সে প্রেমের কুলে!!