প্রিয়তমা প্রকৃতি, আছ তুমি, সব কিছুতেই বর্তমান
হাসি খেলায় আছো মেতে, নেই কিছুতেই অভিমান
সাজাই মোরা ইচ্ছে মত, মন যে ভাবে চায়
কাব্য করি নিশুত রাতে, আকাশ ভরা হীরক দেখে
ভোরের বাতাস, স্তব্ধ দুপুর, কাল বোশেখী বায়।।


মনের আকাশ দুয়ার খুলে, খুঁজছে তোকে বারে বারে  
সবুজ ক্ষেতের আলে আলে, কুল ছাপানো নদীর তীরে
ঘাসের ডগায়, মাধবী লতায়, ঝুমকো দোলা মল্লিকায়
কেয়া ফুলের বন বাদাড়ে, জোনাক জ্বলা ঝোপে ঝাড়ে
বৃষ্টি ভেজা শাল মহুয়ায়, জোৎস্না যেথা পিছলে বেড়ায়।।

সোনায় মোড়া শৈল শিখর, হাসি হাসি, অবাক ছবি আঁকে  
নীরব সবুজ খুঁজছে সজীব ঊষ্ণতা, কুয়াশা চাদর ঢেকে    
রঙের খেলায় মন ভুলিয়ে, মীনের মিছিল, অতলে যায় ডুবে
পান্না সবুজ জলের মাঝেই বসত ওদের, আছেই ওরা  সুখে
কান্না-হাসি চোখের পানি, সবই মেলে, এই প্রেয়সীর  বুকে ।।