ইতিহাসের প্রতিটি দিন নিথর, সুদীর্ঘ-চাপা শ্বাসে
এই আমি স্বাধীন! এতো চাইনি, ছুঁতে পারিনি ভালোবেসে ।।  


আরো একবার লড়াই চাই, হেরে যাবার আগে
শিক্ষা, স্বাস্থ্য, খাবার চাই, প্রতিটি ক্লিষ্ট-মলিন মুখে।।  


ক্ষয়ে যাওয়া জীবনের পাতায় পাতায় তীব্র দহন
এ কোন স্বপ্ন, লক্ষ প্রাণের বিনিময়ে যা হয়েছিল চয়ন।।  


অনেক ত্যাগ, অনেক স্বপ্ন, অনেক ব্যাথা                                  
সব কিছু ছাপিয়ে ভাগের মা, আজো রক্ত মাখা ।।