বেলা শেষের ঢেউয়ের দোলা
বাড়ায় কেবল মনের জালা
যখন ভুবন দেখি চাঁদনি ভরা
একলা জাগি, এমন তখন তন্দ্রা হারা।।  


বৃষ্টি ভেজা- স্বপ্ন মাখা নিশুত রাতে
জুঁই-কেয়ারা দল বেঁধে সব গন্ধে মাতে
আমি একলা ভাসাই মনের খেয়া
তারে পাব কোথায়, কোন সে ঘাটে ।।


স্বপ্নে দেখি একলা হাতে বাইছি তরী
উজান ঠেলে সারা পথে লাগছে ভারী
ক্লান্ত পরান পথের শেষে চক্ষু বুজে
খুঁজছে কারে আপন ভাবি মনের কাছে।।


এ দুয়ার খুলে রাখি সকাল সাঁঝে
যদি তার পায়ের চিহ্ন ছবি আঁকে
কভু যদি দেয় সে ধরা প্রেমের বেশে
তারে করব বরণ, লব শরন, পথের শেষে।।