এই ভালো, থাকনা মা তুই কাব্য কথায়
পুরানো খাতায়, হটাৎ জাগা ভাবের মাথায়  
কত কিছু লিখছি মোরা, তোর মমতা ঘিরে  
কত কিছু ভাবছি সবাই, কথা সাগর নীরে
আবেগ ঘোরে বেহুঁস থাকি, কাব্যকথায় মালা গাঁথি    
আলোচনায় তোর কথা কই, কজন খবর রাখি  
জীব জগতের নিয়ম মেনে আসা-যাওয়ার খেলা
আমার-আমি ব্যাস্ত ভীষন, এখন ভুলে যাবার পালা।।  


স্বপ্নে দেখি আছিস ভালো, গাঁয়ের মাটির কাছে
শহুরে জীবন সইবেনা তোর, বলছিনা মা মিছে  
খাবার দাবার রুচবে না তোর, কষ্ট পাবি শেষে
আলো বাতাস নেই যে তেমন, কি হবে মা এসে
দুই কামরার ফ্লাটেতে মা, আমরা থাকি দুজন
আর এক ঘরে শালির বাসা, আপন সেযে ভীষন  
তবু, বউটার হলে শরীর খারাপ, তোর কথাটাই ভাবি  
দেখা-শোনা, যত্ন-আত্তির- কাজের লোকের ফাঁকি।।


মাগো, দোষ দেওটা ঠিক হবেনা, সমাজ চলছে এমনি ভাবে
কদিন বাদে, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সব কিনে পেতে হবে
দিন যায়, মন নাহি চায়, তবু সবেতেই দেখি মাপ, মূল্যধরে
নাকি - কতটুকু পাবে, তা ঠিক হয়ে যায়,সন্তান পেলেছ কেমন করে
শুনি, বানিজ্যে বসতি লক্ষীর, পরিক্ষাগার আজি হয়েছে ঘরে ঘরে  
সদাই হিসাব, কিছু টাকা দিয়ে দাও, বোঝাটা নিওনা ঘাড়ে
এ কোন নিয়তি, সদা বলে যায়, সম্পর্ক রেখ মেপে মেপে  
আমি শুধু ভাবি, একা কত খাবি, মন - এত যে মরিস ভেবে।।


১৩.০৯.২০১৫