বাইরের মোড়কে ঊজ্জল, প্রাণবন্ত ভাষ্যের মালা
হয়তবা সে কথা উঠে এসেছে অতলান্তিক অভিমানের গর্ভ হতে
না পাওয়ার দূরন্ত ঘাত অভিঘাতই মনকে নিরাসক্ত করে
সাধু বা ফকির হবার প্রেরনা জোগায়, শিকড় যে কোথায় !
যেভাবে শুকনো ইটের ফাঁকে বটের চারা বড় হয় আপন মহিমায়।।


ফিরে দেখা কবিতা গুলো চোখের সামনে যখন হাত-পা নাড়ে,
দৌড়ে পালাতে  চায়, অথবা হেঁচকা টানে নিয়ে যায় অতীতে
ফেলে আসা পথের ধুলোয় লুটোপুটি খায় ক্ষণিক অস্থিরতায়
বাঙময় হয়ে ওঠে পাড় ভাঙা দুরন্ত লোনা স্রোতের বেদনায়
এক একটা গল্পের জমি জাগে, পারিযায়ী পাখির ডানায়।।


মটর বোটের পিছনে গাঙচিল, প্রপেলারের আঘাতে আহত মাছ
ঠোঁটে উঠে আসে, যেভাবে জীবনের কবিতা গুলো এক একটা গল্প
তবু বেঁচে থাকা, পা ছড়িয়ে কবিতা লেখা, কলম চিবিয়ে
ভাবনার তলপেটে চিমটি কাটা, কখনো বা শুধুই বয়ে যাওয়া সময়
প্রতি প্রহরের সাথে বয়স বাড়িয়ে এক একটা গল্পের -নায়ক ।।