বৈঠা তুলে ভাসছে ডিঙ্গি পূর্ণ শশীর টানে
যাক ভেসে যাক যেদিক খুশি, খুঁজছি না আজ মানে
কানায় কানায় ভরা নদী, রুপের ছটায় দোলে
দেখব বোলেই আছি বসে, ছলাত ছলাত তালে ।।


রাত মোহিনি - নিশুত এখন, হিমে ভেজা হেমন্ত
ঘুম গিয়েছে উদাস পাখায়, সলিল বেশে অনন্ত
দূর মোহনায় দিয়ে পাড়ি , মন ছুঁতে চায় শিশির কুঁড়ি
উদাস স্রোতে যাচ্ছি ভেসে, প্রেমের নেশায় দিয়ে পাড়ি।।


রুপোর ধারা পড়ছে চুঁয়ে, ভাসছে হৃদয় দিল-দরিয়া
হিজল দিয়ে তৈরি ডিঙ্গা, টানছে রশি মন মাফিয়া
ভাটার টানেই বাইব উজান, ও রুপের মোহের মায়ায়
কোন প্রেয়সী নাইছে সেথায়, দেখবে এ মন পূর্ণ ছায়ায়।।

অপরূপার রুপের পাহাড়, ধরব আজি হৃদয় ভরে
এ জীবন যায় যদি যাক, লাশ খানি মোর থাক পড়ে
ভেজা বসন - ভিজে কেশে, দুচোখ ভরে প্রেম পিয়াসী
যা খুশি হোক যখন তখন, হলেও এ রুপ সর্বনাশী।।