প্রেয়সী, শুধু তোমার জন্যই হৃদয় কপাট খুলে রাখা
নবপরিণীতা বাহুডোরে সঁপে, বিরহের শেকড় খোঁজা
নিকষ আঁধারে দূর ছায়াপথের আলোয় পথ চেনা
ছোট্ট এ ডিঙ্গা, তবু মোহানায় হারাতে নেই তো মানা।।


নির্বাক রাত, মনের মাধুরী ঢেলে  ঊষ্ণতার কাব্য শোনে
আজ শুধুই তোমার জন্য, কথাগুলো অপেক্ষায় আছে মনে
প্রেয়সী কবিতা  দুয়ার খোল, ভোল ভোল অভিমান
আমি এসেছি প্রিয়া, ফিরাবে কি মোরে, শুনিবেনা প্রেম গান ।।


হাজার কাজের মাঝে, ছোট ছোট অবসরে, ভাবনার ভেলা
কখনো বা ভাসে, কখনো হারায়, শেষ হয়ে যায় বেলা
জোনাক আলোয় মায়াবী চোখের আর্শীতে নিজেকে দেখা
হেমন্তের হিমে ভেজা রাত, পাতায় পাতায় ভালবাসা মাখা।।


উদাসী বাতাসে পাতা ঝরানোর ঘ্রান, সে আসছে যায়নি পথভুলে
ভাটার টানে রাত জাগে মাঝি, উজান ঠেলে ফিরবেই সে কুলে
হাসি মুখে প্রিয়া ভরিবে হিয়া, খুলিবে যতনে আদর সোপান
রেশমী চুড়ির সুরে সুরে,  জাগিবে উপাসী জীবনের কলতান।।