চাওয়া
চেয়েছিলাম - শিক্ষার রোদেলা সকাল সবার
পেট ভরা খাবার, সুস্থ নাগরিকের অধিকার
অযুত বিশ্বাসের ছায়ায় শর্তহীন পথে হাত ধরা  
মেলাতে মিলাতে কেটে যাওয়া দিনে প্রেমের তুষার ঝরা
সাগর সম হৃদয় তরঙ্গে উছলিত নির্মল ঊষ্ণ মিষ্টি হাসি
বুকভরা সহানুভুতির আশ্বাসে, বলা,  ভালো আছি, ভালো আছি।।


পাওয়া
পরনের কাপড় ছুড়ে দিয়ে - উলঙ্গ, লজ্জায় পালিয়ে বাঁচা
শিক্ষার সামান্য বরাদ্দ অর্থে মচ্ছব, কোমর দুলিয়ে নাচা
প্রচারের আলোয় নিষ্ঠুর মিথ্যার পক্ষে সায়, মাথা নাড়া
ওষুধে ভেজাল, নিষ্ঠুর পরিহাসে সান্তনা, ভাগ্যের হাত ধরা
সাদা পোষাকের অন্তরালে কেবলি কালোর শয়তানি ছায়া
মেনে নিতে হয় অস্ফুট যন্ত্রণায়, এও বুঝি স্বাধীনতার অপার মায়া
প্রতি মুহুর্তে বাঁচার লড়াই, ধর্ষিতার নিস্পলক চোখে জল
ব্যথার অতলে খুঁজে চলা, স্বপ্নে দেখা স্বাধীনতার শতদল।।


পরিণতি  
দশ টাকার মূল্যে একটা বুলেট, স্বপ্ন- শক্তির,  ধুলোয় মেশা
টুকরো টুকরো আশা, মৃত্যু এড়িয়ে হামাগুড়ি দেয়, বাঁচার নেশা
অবিশ্বাসের পালে লাগিয়ে বাতাস, দিশাহীন পথ খোঁজা
অস্থির সময়ের পরতে পরতে মানবিক দুষণের ক্ষতে পোকা।।