প্রতিশ্রুতির চিরাচরিত ঢক্কানিনাদ
বাজায় চোরের মাসতুতো বাপ
চিরান্ধ গুণমুগ্ধ শুনছে সব জন্ম কালায়
হচ্ছে শুরু মহামেলা জেলায় জেলায় ।।


কিল পাকিয়ে হাসছে গোঁসাই
চলছে খেলা দেখনা সবাই
গরম তেলের বুকের মাঝে
চপ বেগুনী ক্লাসিক নাচে।।


আঁধার আকাশ চাঁদের বুড়ি
কাটছে সুতো ঝুড়ি ঝুড়ি
বেচবে মেলায় সব অবলা
সবল হাতেই জমবে খেলা।।


মাগনা কথায় নেইতো থুড়ি
বিনা চালেই ফুটবে মুড়ি
তপ্ত বালির ভয়াল রোষে
ছাগলের পিঠ চাটছে মোষে।।


বাঁশের ডগায় বেঁধে সুতো
জেব্রা রঙা জলহস্তী হাসছে কত
হা হা হা বলেছে হেসে ঘোড়ার পিসি
একটু রোসো, খেলাটা আগে জিতে আসি।।


শীতের মেলায় গরম বাতাস
মনসা কানির লালাঝরা দীর্ঘশ্বাস
বেশতো ছিলি ঘুমিয়ে বাছা
ঘুমটা যে তোর অনেক কাঁচা।।