যা- যা - যা উড়ে মন মধুপ নূতন ফুলে
ভাবনার রঙে রঙে রাঙিয়ে আকাশ
দুঃখ গুলো সব থাকনা পড়ে।।


মল্লার ভাসে যখন মধুপ পাখায়
প্রেমের খেয়া ভাসে কেয়ার পাতায়
শোনে মন চুপি চুপি কঙ্কন সুর
ঢুলু ঢুলু আঁখিপাতে আলসে দুপুর।।


ছেঁড়া ছেঁড়া মেঘে যখন চাঁদনি ঢাকে
খেয়াল খুশির পাতা গোপন ছন্দ আঁকে
মনের দুয়ার খুলে বলো দেখছ কাকে
রাত্রি জাগে সেথায় খুশির রাগে।।


সোনা সোনা সকালে হাসেছে গোলাপ
কেউ যদি বলে একে বলুক প্রলাপ
চারচোখ মিলে গিয়ে উঠুক তুফান
মন্দগুলো ফুটুক সব সত্যি হয়ে।।