বয়স একটু হইছে বটে মনটা মরে লাই
কাছে আইসা বোসনা সোনা  
দুইখান ভালোলাগার কথা কই
মনেতে ইচ্ছে জাগে, নতুন কোরে তোরে সাজাই  
ও সোনা বউ আয়না এদিক, ভালোবাসার কথা কই  
বয়স একটু হইছে বটে মনটা মরে লাই

তুয়ার ঘরে নাতিন থাকে - কলেজে সে পড়ে  
আমার ছালা নাতির ঘরে, মনটা কেমন কেমন করে  
ও সোনা বউ মনটা খারাপ করে
ঘরে এখন ছেলে পেলের ভরা সংসার
দুইদণ্ড বসবি কাছে, কইবি কথা, উপায় লাই যে তার


আজকে আছে ফাঁকা বটে, সবাই গেছে বিয়া বাড়ি
আয়না কাছে, বোসনা পাশে, খানিক গল্প গাছা করি
মোর এই ফাগুনে তিনকুড়ি দশ, তুয়ার তিন কুড়ি
পড়ছে মনে এই তো সেদিন, আইলি আমার বাড়ি
সোনা বউ আইলি ঠাকুর(শশুর) বাড়ি ।।  


ধীরে ধীরে হইল সবই, হইয়ে গেলাম পর
চোখা-চোখি হয় যে বটে, সে যেন কেমন কেমন তর  
মনের কথা - থাকে চাপা, বলনা কোথায় থুই
বয়স একটু হইছে বটে, কি যে করি মুই
বয়স একটু হইছে বটে মনটা মরে লাই।।