প্রেমহীন নহেগো ভুবন, দেখ একবার চক্ষু মেলিয়া
অস্তাচলের রবি সেও বিলাইছে জ্যোতি হাসিয়া হাসিয়া
একা শশী জাগে নিশি প্রেমশিশিরে শিক্ত সীমানায়  
হাজার বছর জুড়ে থাকতে দিওগো তোমারি অপেক্ষায়।।


প্রলয় নহে কভু চিরদিনের, সৃষ্টির বীজ সেথা সদাজাগে
মাঙ্গিছে উষ্ণ পরশ হৃদয় জমিন, অস্থির অনুরাগে
নব পত্রিকায় জাগিবে জীবন, অনুকুল সমীরনে
হাসিয়া কহিবে প্রেম, বিরহ কাজল মুছি হের এ আঁখিপানে।।  


ফুটিয়াছে যে ফুল নীরবে, সাজাইয়া ডালি মম হৃদয় কাননে  
মালিকা গাঁথিয়া গলে দিও ঠাঁই, জুড়াইবে জালা পরানে
আঁখি জল কভু ফেলিওনা নিভৃতে একা একা
ভালোবাসা কভু মরে নাগো, প্রেমগোঠে আছে বাঁধা।।