ভুলতে চেয়ে বারে বারে পথ হারিয়েছি
ফেলে আসা পথের ধূলায় স্বপনের কথা ভেবে ভেবে
বার বার সেই একই পথ, সময়ের সাথে হেঁটেছি
রাতজাগা পাখিদের সাথে বিনিদ্র চোখে তারায় তারায়
তোমাকে খুঁজে খুঁজে, পুবের আকাশে আলোর রেখা দেখেছি।।


ভুলতে চেয়ে বারে বারে আবারো সেই ভুল
পাখির কুজনে বকুল বিজনে মধুপের গুন গুন
নিঃশব্দে পাতাঝরা শাখায় শাখায় ভরেছে ফুল  
ভুলের পাতায় স্মৃতিরা জেগেছে বিদ্রুপে দ্বিগুণ
মন হরিণী পড়েছে বাঁধা, দেখে কনক বর্ণা কুল।।


ওলট পালট চিন্তার বাঁকে বাঁকে মাথা তোলে ভুল
চেতনার রথে চন্দ্র কিরণ কাঁদে বিরহের অভিশাপে
নিশি-সারথি কানে কানে বলে ভাঙ্গিবে কি কুল
কদম কেশর ঝরে পদ্ম পাতায় নিয়তির মোহ জালে
মিঠা সুবাসে গোলাপ শুধোয়, এস, কর আরো এক ভুল।।