বাউল আমি পথে পথে, মনের মানুষ খুঁজে
মন জমিনে বুনেছি বীজ সবুজ হাসির আশে
বাউল আমি পথে পথে, মনের মানুষ খুঁজে।


হাসে আকাশ, হাসে বাতাস, হাসে গাঙের পানি
গল্প শোনায় মাটি, পাথর, মেঘের দল, ঐ সবুজ বনভূমি  
মাটি একই, একই গতি, তবু রাস্তা কেন ভিন্ন
বেঁচে থাকা সুখে দুখে, সেকি শুধুই নিজের জন্য !!


এই গোলকের এত মায়া, অন্য কোথায় যাব
বুঝবে কি কেউ মন কি বলে, দোসর কোথায় পাব
কে বলেগো সব আলাদা, বসত কোথায় তার
অনলে পুড়িলে মন হবেই সে অঙ্গার  
রুপ বদলে হবেনা সব,  থাকবে ধূলার মাঝে
বাউল আমি পথে পথে, সেই মনের মানুষ খুঁজে।।