মন তুই ভাবিস কেনে চেতন অচেতনে
দুনিয়াদারে যোগায় খাবার, আলো, বাতাস সবখানে
মন তুই মিছেই ভাবিস চেতন অচেতনে।


কর্মকে ধর ধর্ম ভেবে ওরে আরযে কিছুই নেই
যেদিক দিয়েই যাসনা কেনে মিলবেরে পথ কর্মেই
দুনিয়াদারও করেন কর্ম  রাখেন বেঁধে ছন্দ
কর্মেই ফলেরে ফল নেইতো কোথাও দন্দ
কর্ম আছে জগত জুড়ে, তারে যে রুপেতেই চাস
ও মন, কর্ম ছাড়া বেহস্তেও করেন শয়তান বাস।


জন্মে কিছুই হয়নারে মন, কর্মেই জীবের গতি
ওরে জাত ধর্ম অপব্যাখ্যা, দেয়নি নিদান জগতপতি
ওরে সব কিছুতেই আছেন তিনি এটাই রাখিস মনে
তারে সাথে নিয়ে করলে কর্ম,  হবে ধর্ম জনে জনে
মন তুই ভাবিস কেনে চেতন অচেতনে।।