চোরা না শোনে ধর্মের কথা
এ এক বহু পরীক্ষিত অভিজ্ঞতা
স্বার্থ যখন সবার আগে আগে
ধর্ম কথার আবহে রাজী কি কেউ ত্যাগে !!


হয়ত জানি প্রাণবায়ু বাদে সকলি পড়িয়া রবে
তবু সদা মজে থাকি আপন আপন সুখে
যাহা কহি কখনো সখনো ক্ষনিকের আবেগে
দূরে দূরে থাকি সদাই আপনার ত্যাগে।।


সব চেতনাই চাপা পড়ে যায়, মানে আর ধনে
তিলক, জপের মালা, আবেগ পথ হারায় সব খানে
কবিরা কষ্ট পায়, নিতান্ত অক্ষম বেচারা বলেই
কে বা বোঝে মর্মকথা, চেতনা সেই তিমিরেই।।


ভোগের দুনিয়ায়, ভাগাভাগি না পসন্দ, মুখেই থাক ত্যাগ
সব্বাই চায়, কেন বাপু,  কি আমার পাপ, আমি যাব বাদ  ?