গল্প শুনে যায়রে কেটে দিনের পর দিন
গালভরা সব কথার চোটে লজ্জা পায় আলাদীন
কায়দা করে মারলে গরীব, কেউ তো ভুল ধরবেনা
থাকলে সুখে রাজা-উজির দেশের মান কমবেনা
কাঁদছে রাজা দরাজ চোখে, করছে মন্ত্রী হা-হুতাশ
নেতা বলেন রাজা মহান, বইছে সুখের বসন্ত বাতাস
সাধু-সন্ত-দরবেশে, অর্থনীতি - দেশের মাটি সরগরম
গুলি-বন্দুক-গুন্ডাদল পৃষ্ঠপোষক, জনগন নিচ্ছে দম ।।


মাসতুতো ভাই চোরে-চেলায়, খেলে চিনি দেবেন ভোটার
নুন খেয়েছে যে সব সাধু, যাবে কোথায়, লাভ জনক এ কারবার
গরীব মানুষ ভাবুক মনের, কয়েক দিনেই সবই ভোলে
খুড়োর কলে ঝুলিয়ে গল্প , তাল ঠুকে যাও ওদের তালে
বেসুরো কেউ গাইলে পরে, তুলে এনে সমঝে দাও
লোক-শিক্ষে হবেই তাতে, ভয় পেওনা মারতে দাঁও।।