নাটুকে চেতনার চৈতণ্যে ভাসি
কেন বিলাও হাজার প্রতিশ্রুতি দিবা-নিশি
দরিদ্র, নিরক্ষর, স্বচ্ছ মানুষ গুলো আশায় বাঁধে বুক
অধরা মাধুরী - পেটভরা ভালোথাকা, যা সে দেখেনি কখনো, সুখ
থামাও নাটক এবার, পুঞ্জীভূত ক্ষোভ গলছে, ঐ মানুষ গুলো জাগছে
মাটিতে কান পেতে শোন চাপা দীর্ঘশ্বাস, বিদ্যজনের মজলিশে কারবার  
তরল লাভার প্লাবনে ভেসে যাবে সব, বৈভবের চুড়ায় অশিক্ষার অহংকার।।