গুড়টা ছিল মনের মতন, যত্ন করেই রাখা
কি জানি কে দিল খুলে কলসী মুখের ঢাকা
ষড়যন্ত্রই করছে কেউ আমার শান্তির সংসারে
জলছে আগুন বুকেরমাঝে দেখান কত্রী কাহারে।।

অনেক কষ্টে, খেটেখুটে বানিয়ে ছিলেন, যেন তরল সোনা  
কাজ মিটিয়ে, রয়ে-সয়ে দুধেভাতে কাটিয়ে দেবেন, ভাবনা রবেনা    
সাধের পাতে ছাইদিল, পশ্রয়ে পালা সাধু-সন্ত-দরবেশের সংসার  
চিন্তার ঘোরে দিশেহারা, মড়ার উপর খাঁড়ার ঘা, কম্প দিয়ে জ্বর।।  


তৈরী হলেন মনে মনে, বেচবেন গুড়, খাবেতো পাবলিক  
কি বলবেন বাজার গিয়ে, নানা মুখে প্রশ্ন এলে, করে নিলেন ঠিক
তবুও গেলেন ভুলে, দরাদরির প্যাঁচে, রেগে গিয়ে ভাবের ঘোরে
বলেন, একি বেচার গুড় !! নেহাত কলসী উল্টে গুড় চেঁখেছে কুকুরে।।