পঞ্চভূতের চেয়েও দামি, ভুত আছে এই ঝোলায়
কে নেবে ভাই দৌড়ে এস, পাবেনা এসব মেলায়
মারামারি মুড়ি-মিছরী, বিনি পয়সায় স্বর্গে যাবার রথ
দেখে যাও খোকাখুকু, বাবু-বিবি, এ বড় চমকদারি পথ।।  


কোন নীতিতে সব পাওয়া যায়, বোলতে পার নাম
কোন নীতিকার বাতলে ছিলেন, কোথার তাহার ধাম
বেলা শেষের ঝড় বাদলে, ভয়ের পারদ জাপ্টে ধরে
মড় মড় মড় ভাঙছে চালা, ছিঁড়ছে দড়ি গোয়াল ঘরে।।


নিজের স্ত্রী সলজ্জা, পরস্ত্রী নির্লজ্জা রসিক মাত্রই জানে
কদলীবল্কলে বাঁধা মুখ খুলিলে, বড় ব্যাথা পাবে মনে  
গোপন কথা বেরিয়ে গেলে,  তায় ফেরানো নয় সোজা
জল ঘুলিয়ে আত্মরক্ষা, আজগুবি নয়, আছে হরেক মজা।।    


বেল তলাতে যাবেই নেড়া, মানা তাকে যতই কর
মুখে মুখে হারতে নারাজ, মুখেই সেযে ভীষন দড়
জমেছে খেলা খোলা মাঠে, হাজার হাতে ওঠে তালি
পূজো শেষে প্রসাদ পাবে, যতই লাগুক মুখে কালি।।