জবর খবর, জবর... না শুনলে আর পাবেনা  
বোলেছে ডেকে পাঁচ-সিকের এই নিলামবালা
শুনে যাও কাকা-কাকি, মেসো-মাসি, পাড়া-পড়শী
খ্যাপামী হাড়ে হাড়ে, প্রতি কথায় লেজ নাড়ে, বারন শোনেনা।।  


ঝোলাতে  লুকিয়ে মুখ, নাক রেখেছে টঙে তুলে
কখন সখন পড়ে ধরা, রাজা না হয় রানীর ভুলে
চার দেওয়ালেই মারে ছক্কা পেলে সে টাকার সুবাস,  
গল্প সাজায় দেখে মওকা,  রামায়নী কৃত্তিবাস ।।


কাকে ছেড়ে নিবি কাকে, সব কটাই সমান গুনের
পরীক্ষাগারে পড়েনা ধরা, যন্ত্রের চেয়ে বেশী মানের
হাতে তৈরী মহাপুরুষ, কালপুরুষ, আছে টুকরো ধ্রুবতারা  
হুতুম পেঁচায় গাইছে কীর্তন, শুনতে চাইলে এস ত্বরা।।    

ছোটরাই তো হবে দামাল, হীরের টুকরো করবে কামাল
বলছে শোন কাকাতুয়া,  করোনা আর বেশী ধামাল
শুনলে কথা ফ্রীতে পাবে, ডেসি-সেন্টি মাপার কাঠি,
মনেরেখ সহজ করে জলে গুলে, তৈরী তাও দিয়ে মাটি।।