কেউ বলেনা সুখের কথা, দুখেই দেখি ব্যাজার
সুখ কিনতে দিচ্ছে লাইন মন্দির থেকে মাজার
সত্যটাকে উল্টে দ্যাখে, ভাবে পানির উপর জল
শুকনো চোখে পিটির পিটির, মুখে ভাসে ভক্তির ছল
ষোলো আনার শিন্নি চাপায়, লক্ষ্য টাকার মতলবে
কেউ যেন না জানতে পারে, জ্বলে মরে বদলোভে।।


হাজার হাতে জালিয়ে বাতি, কোটি কামনার ঢল
চাইবার কোন হিসাব নেই, প্রতিক্ষণেই নিত্য নূতন ছল
দরগাতে চড়িয়ে চাদর, হত্যে দেয় ন্যাংটা মেয়ের দেউলে
লোভের আশায় সব খানেতেই,  দিলেও কেউ কানমুলে
ভক্তি শ্রদ্ধা, কথার কথা, লাভের কথায় ভক্তি উপচে পড়ে
দেবতা-গাজী নিরুপায়, ভাবে, এত ভক্তি রাখে কোন কাঁড়ে।।


নেতা-নেত্রী ভোটের আগে, সাধারনের বছর জুড়েই প্লান
পরীক্ষা থেকে লোক ঠকানো, থাকে সহায় ভাগ্য যেন, নাহয় কভু ম্লান
কোনঠাসা দেব-দেবী, ফকির, গাজী, কোনটা রাখে আগে
বুঝতে বুঝতেই ব্যাকলগ, ছেড়ে দে বাবা, ঘুমাই খানিক সুখে।।