দুপুর রোদে ঘাম ঝরিয়ে হেঁকে যায় নিলামবালা
আছে বারমুডাতে পাড়ার দাদা, জন গণেশের পরিত্রাতা  
চেলা, চেলী, ধান্দাবাজ, তুলসী মালায়, তসবী গলায় পাকা মাথা
বল ভাই কি নেবে আজ, এনেছি রঙিন মুখোশ মজার খেলা।।  


আছে প্রতিবাদী পুতুল মানব, বিচিত্র সব ভঙ্গিভরা অঙ্গে  
উদলাগায়ে নাঙ্গাপায়ে চলছে কোথায় কোন যাদুতে কিসের টানে    
কাদের বিচার চাইছে ওরা ফুলিয়ে গলা, মুষ্টি ছুড়ে উপর পানে
ঘোলাজলে দুখ্য ভুলে ডিগবাজি খায় চুনো-পুঁটি মজে রসের রঙ্গে।।    


একই দামে মিলেযাবে চমৎকার,  বুদ্ধি বেচা দোকানদার
ফ্রীতে পাবে মুখ্যু-সুখ্যু গরীব গুর্বো, রোদে পোড়া গাঁয়ের মানুষ
স্বপ্ন লেখা টুকরো কাপড়, আজব নানা অঙ্গীকারের ভরা ফানুস  
এসো এসো জলদি পায়ে, কমছে আলো, বেছে নাও কোনটা কার।।