দূরছাই, ইনিয়ে বিনিয়ে  সেই এক কথা
ভালোবাসা, ভালোবাসা,
কে কত ভালোবাসে সব্বাই তা জানে
দুদিনেই ভাঙে মোহ,
তারপর, সেই কোর্ট-ঘর, লাঠালাঠি
লেটা চুকে গেলবলে
দা-আর-কুমড়োর লড়াই দিনে দিনে
প্রতিবেশী জেরবার,
সদাই ব্যাঘাত রাতের ঘুমে।।


বাদাম শেষ হয়, খোসা থাকে পড়ে
বারোটার সূর্য যায় ঘুমঘোরে
ঘাস গুলোর প্রাণ যায়, ডগা ধরে টানে
গবাদিরা ভাবে, কে বাবা তোমরা এখানে
নেবে ভাগ বাদামের অকুলানে !!


কথার শেষ নেই, আজেবাজে সব
তবু সবেতেই গদগদ
টেক্কা চলে কে কত মাষ্টার
ঢপ কোডের ব্লক ব্লাসটার
জল মাপে দুজনেই, খূঁজে চলে চড়া
নৌকা আটকে গেলেই, কেটে যাবে ফাঁড়া।।