এই বেশ আছি, তেলে আছি, জলে আছি
কিছুতেই অস্বস্তি নেই, যেখানে যেমন, খেলি কানামাছি।।


সুখ নাহোক, সুখের গুঁড়োয় নেই অরুচি
উচ্ছিষ্ট, পড়ে থাকা বাসি সুখে পেট ভারাই, দিব্যি বেঁচে আছি।।


বোধের বিদায়ে খুব খুশি, খুলির পোকা গুলো নির্বিকার
দেঁতো হাসিতে ডগমগ, পিছনে লাথি, তবু ছাপ নেই বিষণ্ণতার।।


চুরির মালে পাহারাদার, বুঝিনে ভাই ধর্মটা, ঠিক কার
পচা, বাসি, যাইহোক, সুখের গুঁড়ো চাই চাই, দোহাই ধর্মাবতার।।


খেয়ালের বশে নয়, কাপড় খুলে বসে থাকি অছিলায়
যদি জুটে যায়, স্রেফ বেচে দেব, ভাবার আগেই, এক লহমায়।।


গুরু বোলেছে, বোধের বীজে জল দিসনে, সর্বনাশ হবে
চোখ খুলেছিস কি,  দোজাখে যাবি, গন্ধ শুঁকে বেঁচেথাক ভবে।।


মন কি মানে! মাছির চোখে দেখি দিব্যি লুকিয়ে চুরিয়ে
সুযোগে চেটে নিই, তা যেমনি হোক, ধম্মের হাসি ঝুলিয়ে।।


দরজায় চারখানি তালা, স্বেচ্ছায় ফেলেছি জলে, সব চাবি
কি লাভ তালা ভেঙ্গে ? এখানে মাখা-মাখি সুখ, এই বেশ আছি।।