বারবার ফিরে ফিরে আসে, কালের কুটিল ক্ষণিকা
হিসাব ছাড়াই, পাতায় পাতায় শুকিয়ে যাওয়া লোহিত কণিকা
কখনো বা আপেক্ষিক আদ্রতায় জেগে ওঠে হলদে হওয়া পাতায়
ঘটনা বা দুর্ঘটনায় কোথায় যেন মিলে যায় সব, দমকা হাওয়ায়
দৃশ্যের সামান্য এদিক ওদিক, তবে গল্পটা সেই পুরানো গতেই
কাউকে দেখা যায়, কাউকে নয়, তলায় তলায় সেই ছায়া পথেই।।


কবিতা, গান, লোক গল্পরা বেঁচে থাকে সুদৃশ্য আসবাবের অন্দরে
কতদিন সুর্যের আলো দেখেনি, কেউ উল্টেও দেখেনি মতান্তরে
ভিতরে ভিতরে অনুরা, জোড় খুলে পরমাণু হবার পথে স্বচেতনে
প্রতিদিনের সুক্ষ্য ফাঁক ফোকর গলে বেরিয়ে আসছে অবাঞ্ছিত রণে
ছানি পড়া চোখ ঝাপসা দেখে, পক্ষ-বিপক্ষর হয়ত শেষ সুরতহাল
প্রতি মুহুর্ত ধরে ধরে মান্নতের বলিকে মান্যতা দেয় মহাকাল ।।


ঊষর মরুতে হিমশীতল ছায়ার স্বপ্ন, তোলপাড় করা চিত্ত
সুখের দরিয়ায় হাঁটু জল, তবুও নির্বোধ ভাবনারা আছে মত্ত
সাজানো পাতার ভিতরে ভিতরে ষড়যন্ত্রের গভীর দ্যোতনা
সমাজের শিরায় শিরায় জোঁক চরিত্রের ইতিহাস লালিত কল্পনা
আজন্ম বিশ্বাসের পাঁঠা দৌড়ায় মাঠের পর মাঠ, সুখের বসবাস
অদৃশ্য কীটের সু-কৌশল পদ চারনায়, হলদে পাতার দীর্ঘশ্বাস।।