চোখ খুল্লেই নিত্য দিনের বাঁচার লড়াই, দলাই, মলাই    
প্রতিপদে বাঁচার আশে, হাঁসফাঁস, শক্তির ক্ষয় চিন্তার ভাঁজে
বাঁচার রসদ, কর্মে কর্মে, যাতে একটু ভালো সবার জোটে
ক্ষুধাটাকে রাখি কোথায়,  কোথায় হবে প্রাণের  ঠাঁই।।      


সৃষ্টির দুয়ারে দাঁড়ায়ে লাঠিয়াল, অন্ধ হয়েছে বোধ
ঝুঁটি বাঁধা কোতয়াল, হেঁকে বলে মরণেও নেই ভয়
বোধের বাজনা বাজাও, দুলাইন লিখলেই কি আসবে জয়
সুখের দেশে নিরন্নের উপদ্রব, কি ভাবে হবে ঋনশোধ।।  


বলছে মানুষ কাতর কন্ঠে, বাঁচতে চাই, খাবার চাই    
কাজ চাই জননী, কাজ চাই, সমর্থ কোটি কোটি হাতে  
অদম্য ইচ্ছার স্রোত বয়ে চলে, স্বপ্ন গুলো আগলে রেখে  
ভাবনার দর্শন ফেল মেরেছে, উড়ছে আশার ছাই।।