স্বাধীনতা বনাম স্বেচ্ছাচার
কোনটা আগে, কে বলবে এগিয়ে এসে
কে আছ ভাই, দেশ হিতৈষী হিম্মতদার।।


যুক্তি তক্ক অনেক হোল, সত্যি গুলো হারিয়ে গেল  
কানে তুলো চোখে ঠূলি, জন গণেশ কটতা পেল
কোটি টাকার প্রশ্ন তুলে, লোক মন্দিরে হয় রফা
ঢক্কনিনাদ ওপর ওপর , অন্দরে সব প্রায় ফাঁকা।।

স্বাধীনতার স্বপ্ন গুলো, ধসা রোগে পগার পার  
মাস্তান থেকে – জন নায়ক, প্রতিভাধর, চমৎকার  
বুলেট সাধুর শব সাধনায়, মহাশক্তির প্রত্যাবর্তন
শীতল চোখের চাহনিতে দেশের নামে সঙকীর্তন।।


সত্য গুলো নষ্টরাতে, ঠোঁট চাটছে কম আলোতে
দেশপ্রেমের কথার খেলায় চলছে ম্যাজিক নাম কামাতে  
শহর, নগর, গঞ্জ, গ্রাম, সব খানেতেই দেশের ছাই
কার কথা বলবে কাকে, চোর-দারগায় তুতো ভাই।।


ধম্ম বড়ির মহান স্বাদ, এই তন্ত্রেই জগত মাত
চামড়ার নিচে কেউ দেখেনা, উপর উপর জাতের খাত  
স্বাধীন ফলের গুণের ঠেলায়, মায়ের চোখে ঝরছে জল
ধম্ম ধজ্জার বাড়ে রোশনাই, দেশ গেলেও রসাতল।।