ধম্মের কল নড়ে কিসে ? গরীব গুর্বোরা জানে
বিশ্বাসের ফল তেতো না মিঠে, যে খেতে পায়না সেই জানে
ধম্ম কি, কার জন্যে ? উত্তর টা কাছাকাছি, গরীব মলে
ধম্ম কখন জাগে ? সব বিকিয়ে ভিখারি, বা সব হাতিয়ে মহান হলে।।


নানা কলে যখন পৃথিবী জেরবার, বাতাস শূণ্য গোলাকার
মাথার পোকারা বলে ওঠে এইতো সুযোগ, সময়টা খাসা, শানদার
অধিকার হাতিয়ে নে, সম্মান্য কিছু ছুড়ে দিয়ে হয়ে যা দিলদার
সমাজে হাহাকার, কারো কারো পালে বাতাস, মহান হয় ধর্মকার।।


অনাহারে, অর্ধাহারে, বিবর্ণ শরীর, ভাবে ধম্মের কল বাতাসে নড়ে
ভাবনার মৃত্যু, শোকের মোম গলে যায়, সময়ের পাতা ঝরে
বাসী মালাগুলো, ভালোলাগার ছলে মূচকি হাসে, আবার বিকোবে
সদ্য বাঁধানো ছবি গুলো, গলায় দড়ি বেঁধে ঝুলে ঝুলে ধম্মকথা শুনাবে।।


মুমুর্ষ রোগী, ওষুধ, পথ্য সবই প্রায় বাঁধা ঐ কলে,
এবার হয়ত নড়বে, কথা নেই, হাত তূলে বলে, পানি দে
আবার নূতন কল, এবার গুলি বারুদেই , মেলেনি হিসাব কোন কালে
লোককথায়, ধম্মের ষন্ড গুলো বেশ হৃস্ট পুষ্ট, সত্যি বাতাসে নড়ে ??