ধর, এক গা গয়না পরিয়ে, সাজিয়ে গুছিয়ে
লোক চক্ষুর অন্তরালে রাখা হল আয়নার সামনে
কিন্তু কেউ দেখল না তোমাকে
ভেবে দেখেছ,  কি করবে ?


মিষ্টি সুরের মায়ায় নিজেকে ভাসালে
কেউ সাড়া দিলনা, কেউ খারাপও বোল্লনা
সূর্যটা পুব আকাশ থেকে পশ্চিম আকাশে হারালো
তবুও কারো সাড়া পেলেনা, বলত কি করবে ?


ঘর ভর্তি খাবার, পানীয়, আরো অনেক কিছু
সাথে কেউ নেই, সব একার, সব টুকুর অধীশ্বর
দিন, রাত, সকাল, সন্ধ্যা সব একার
কেউ বোল্লনা কেমন আছ, বলত কি করবে ?


ছোট্ট একটা টেবিলের দুইপারে দুজন
ছটা প্রহর কেটে গেল, তবুও কথা হলনা
চোকা-চোখি হল, সে খানে প্রাণের ছোঁয়া ছিলনা
আর বাকি আছে সমান্য সময়, বলত কি করবে ?


তানার সুতো গুলো টান টান হয়ে অপেক্ষার প্রহর গুনেছে
পোড়েনের ঝাঁপ উঠল-পড়ল, তাতেও কাব্য হোলনা
দিন শেষে তন্তুবায়, হতাশ চোখে শেষ ঝাঁপে তাকিয়ে
আগের সকালের কথা ভাবলে, বলত কি করবে ?


রাত্রিটা শুভ্র বিছানায় পাশাপাশি -উপবাসী, নিস্তরঙ্গ
নিশ্বাসের শব্দে তৎপরতা চোখে পড়ে, অন্য প্রাণীর
তবুও, অনুরাগের শিকলটা আলগা হোলনা,
সময়ের ভাঙা কাঁচে রক্তের ছিটে, বলত কি করবে ?