এতো দেখছি মহা ফ্যাসাদ, সুযোগ পেলেই সুড়সুড়ি
বয়স টয়স গোল্লায় গেছে, দিচ্ছে সবাই হামাগুড়ি
রস রসনায় নেইতো ফারাক, যখন যেটা চাই
জুটে যাবেই চাইলে মন, পাশ কাটিয়ে যেওনা গোঁসাই।।


টিপছ মালা থলির ভিতর, মন ছুঁয়েছে ডপকা বুক
শুকনো জিনিষ ভাল্লাগেনা ?  অভ্যাসে আর কোথায় সুখ
দিন যে বলে যাব যাব, নজর ছোটে রসের পানে
ক্ষীরের হাঁড়ি পাহারা দিয়ে, দিন যায়কি নাম সংকীর্তনে ।।


আড়াল গুলো কবেই গেছে, ও সব ভাবনা ইতিহাস
খুশির কোন হয় কি সময়, খুশির বাতাস বারোমাস
হাট মাঠ বাট উঠেছে ডকে, চলতে চলতে রাস্তা ঘাটে
থোড়াই কেয়ার পাশের জনে, বলটা ঠিক ফেলছে নেটে।।


কানা-কানি, মানা-মানি, থাকনা ও সব শিকেয় তোলা
ধুতি ছেড়ে প্যান্ট পরেছে, চিরকালের ন্যাংটা ভোলা
বারোহাতি ভেংচি কেটে, লেগিন্স সুন্দরী চম্পাকলি
সভ্য পোশাক হাফ মিটারে, কারকথা আর কাকে বলি।।


চোখের দেখা ভীষন দোষের, জোটে গালি, আচ্ছা বটে হ্যাংলা
গুড়ের কলসির পাহারাদার, নিকম্মার ধাড়ি, ন্যাকা, কেবলা
খুশির বাতাস বইয়ে দিলে, লাজুক লাজুক মিস্টিরিয়াস
কেবলা কেবলা ভাল্লাগেনা, প্লীজ, আর একটু বি সিরিয়াস।।