কাব্যে প্রেম ভালো, চোখের পানি নাটকে
উঁকি দিয়ে দেখা ভালো, অন্যের ফটকে
চোখ বুজে চলা ভালো, সার্থ থাকলে
গালি দিলেও হেসে যাও, কিনা বলে পাগলে ।।


গালভরা কথা ভালো, জলদি জয় আসে মিথ্যায়
যা বলে বলুক লোকে, কেন পড় দুশ্চিন্তায়
অন্যের দোষ খোঁজ যেন-তেন প্রকারে
মধু খেয়ে কেটে পড়, ভেবনা তারপরে।।


ঝুলিয়ে হাসির রেখা, সত্যকে চেপে যাও
কথায় কথায় উপমা টেনে, লাইন বদলে দাও
আজ শুনে কাল ভোলে, সবচেয়ে ভালো মানুষ
ভরা গাঙের পানি ভালো, মানসে স্বপ্নের ফানুশ।।


প্রেম প্রেম খেলা ভালো, গুরুপাকে যেওনা
নিজেকে বাঁচিয়ে চল, তোল্লাই খেয়োনা
সময়ের ফোটা ফুলে মধু ভালো, অসময়ে বিষ
সাম্যের কথা ভালো, মাথানেড় দূরে থেকে হাত বিশ।।


ধর্মের বাণী শোনাও, নিজের জন্য তা রেখনা
যে কাটে কাটুক সাঁতার, নিজে জলে নেমনা
সংসার মায়ার, অনিত্য, যত বল তত ভালো
অন্ধকার থাক সবার, নিজের জন্য রেখ আলো।।