সখা, প্রেয়সীর আদরে যখন চোখবুজে আবেশ অধীর
সকল বন্যতা হারিয়ে ক্ষনিকে শান্ত, চাহনিতে সুস্থির
নিস্পলক চোখে বলেছিলে, জীবনে অনেক পেলে
কোমল বাহুডোরে সঁপিয়া নিজেকে, ভাবনি ধন্য হলে !!


একটুকু হাসির জন্য অনেক মূল্য দিতে চেয়েছিলে
একটু ছোঁয়া পেতে, পিতৃদত্ত কলিজা বাজি ধরেছিলে
সখা, সেই তুমি জাহান্নামের কথা বল, ম্যাজিক পোষাকে  
একি সত্যি, নাকি মিথ্যা,  বলার জন্য বলা, জন সমক্ষে !!


সখা, অঞ্জলি পেতে বলেছিলে, প্রেমের আবার সময় কি
আবেগে বলেছিলে তৃপ্ত কর, একথা বহুবার শুনেছি  
সব বাধা উপেক্ষা করে, বলেছ বেহস্ত, ইচ্ছা উপর ওয়ালার
তবু সব দোষ নারীকে দিলে? তুমিও নও কি এর ভাগীদার!!