সখা, জানি মানতে পারবেনা, করেছ মিথ্যার সাথে সন্ধি
তোমার স্বাধীন ভাবনা গুলো, হয়েছে জাযকের হাতে বন্দী
প্রেম আর পেশা হয়না এক, তবু কেন নারী নেবে সব দায়
পৌরুষ দেখাবার ছলে, রচিলে গল্প জাহনামের, নিজে নির্দায় !!


পদে পদে বাধা, শিক্ষায়, দীক্ষায়, তবু নারী কে যাবেকি বাঁধা
সখা, পার কি দেখাইতে কে দিয়েছে বিধান, যতসব মনগড়া কথা
কাঁধে কাঁধ, করি কাজ ত্রিভুবন জুড়ে সেবা, এতো নারীর অবদান
সখা, কোন অজুহাতে নারীকে পরালে শিকল, এ নয়কি মানুষের অপমান!!


কিছু ফেককথা, সার্থ ছাড়া হয়নি রচিত, মনে মনে মান নিশ্চই
কথার ছলে, কথার আড়ালে লুকায়েছ, করেছ পুরুষালি বড়াই
না, এ দুনিয়া তোমার একার নয়, যৌথ খামারের সোনালী ফসল
দোষ দিয়ে ছোট করে নয়, হাতে হাত ধরি এস প্রতিপদে হই সফল।।