সখা, তোমার পরিচয় পুরুষ, আমি অধীনা নই, মানুষ-নারী
মোরা ছিলাম, আছি, থাকব, প্রাগৈতিহাসিক আইন বাতলে কর কেন খবরদারি    
এ পরিচয় নয় কারো অনুগ্রহে, নয় দৈবের, পুরোটাই প্রাকৃতিক
এই বিরাট ধরণীর একটি ঘরে সব্বাই আছি, এটাই জাগতিক।।


নারীও বলে, প্রিয়তম তুমি অন্তর্যামী, জীবন–মরণ পথে তবসাথে
রহিব হাসিমুখে, সুখে দুখে, একই সুতোয় গাঁথা, দুই অবয়বে  
পবিত্রতা মনে, থাকেনা ধম্ম পুঁথির পাতায়, কারো মতে, ঘরের কোনে
সব কিছুই কালের অধীন, হয়েছিল গাঁথা কালের প্রোয়জনে।।


কাল বদলায় সময়ের আস্তরণে, প্রতি প্রাণের ভালো থাকার তাগিদে
নহে দায়ী একক পুরুষ বা নারী, ঝরেনা আসমানি ফুল, কারো আর্তিতে  
ইহকাল, পরকাল, জাহান্নাম সব এই মাটিতে, বৃথা মতান্তরে নেই সমাধান
নারী কোথাও টানেনি গণ্ডি, যদিও দিয়েছে বেশী, না পেয়েও সমান সমান।।