সখা, যে মাটিতে ঢেলেছ মারণ বিষ, সে মাটিই যোগায় পুষ্টি  
যে পানি প্রাণের উপাদান, সেই নেয় প্রাণ, এও অকৃত্তিম সৃষ্টি
মানুষের প্রয়োজনেই কর্ম, ধর্ম, এসবের প্রোয়জনে আসেনি মানব
এ সত্য সূর্যের চেয়েও দীপ্ত, মানো বা নাই মানো, এটাই বাস্তব।।


মানবের জন্যই সব, ভাগ নেই নারী না পুরুষ, আছে প্রাণ
দখলের পৌরুষ নয় শ্রেষ্ঠ, ফারাক নেই জমিন-আশমান
মুনি, ঋষি, ইষ্ট, খৃস্ট সব, নারীই দেখিয়েছে আলোর ফসল  
যা কিছু ভালো খারাপ, সময়ই শ্রেষ্ঠ বিচারক, বাকি সব নকল ।।


সখা, ভালোবাসায় সব হয়, অভিযোগ নয়, খোল মনের দ্বার
জীবনের অন্ধকার গুলো দূরে সরিয়ে, হও নূতন আলোর অংশীদার
ভুল ! সেওতো জীবনের অঙ্গ, কেউ অপরাধি নয়, নয় অস্পৃশ্য
খোলা মনে দেখ কালের সংজ্ঞা, প্রকৃত সুখের অথৈ অপার ঐশ্বর্য।।