সারারাত টুপটাপ, পাতায় পাতায় ছন্দের আনাগোনা
নিশাতরঙ্গের আদিম উন্মাদনায় পাড় ভাঙছে, দুই কুলেই
পুবালী বাতাস মাঝে মাঝে ছুঁয়ে যাচ্ছে সবুজ পাতা, পাখির বাসা
মনের এক চালার ভেজাখড়ে এখনো তাপ,  ধোঁয়া হীন।।


মাটির দেওয়াল রসছে, ধসে পড়ার আগে জানান দিতে থাকে
সামান্য কিছু খসিয়ে, গড়িয়ে পড়ার শব্দ জমে থাকা জলে
ককিয়ে ওঠা ব্যাঙের চিৎকারে, রাতের শরীর সর্পগন্ধা, বিবশ  
মনলতা বাঁচতে চায় জড়িয়ে জড়িয়ে, গুঁড়িটাকে আগলে বুকের কাছে।।


ইচ্ছার শুঁড়ি পথে পা টিপে টিপে চলা, রাতের উদলা বুকে মুখ রাখা
যেন ঘোর না কাটে, শেষ না হয় টুপ-টাপ, অবিরাম উষ্ণ শ্বাস
পাঁজরের ফার্নেসে সব শীতলতা কেটে এ রাতে আগুন জলুক
অবিন্যস্ত ইচ্ছাগুলো কে পুড়িয়ে তারিয়ে তারিয়ে, জেগে থাকা।।