সবুজ পাতা, ফুল, ফল, দিগন্ত ভরে বিষ নিঃশ্বাসে  
অসুস্থ আবরণে, অস্থির আচরনে, মিথ্যা আশ্বাসে
নিরন্নের গ্রাস,  বাঁকা পথে যায় স্তূপীকৃত বারুদের মাঝে
অস্থির চিন্তার বেড়াজালে,  ছাঁপোষা মেঠো জীবন কে নামিয়ে পথে
কাকে খোঁজ হে পথিক, জান কি !  কি চায় সে সকাল সাঁঝে ??


মিথ্যার খর স্রোতে ভেসে, জানাতে চাও বাঁচার প্রকৃত অর্থ
বাহারি হারেমে সব মজা লুটে, শোনাতে চাও জীবনের মর্মার্থ
গোড়া কেটে, পানি ঢালো পাতায় পাতায়, প্রাণীকুল শিহরনে
মাথার উপর ছায়া করে থাকা বিশ্বাস কাঁদে দিশাহীন মননে।।