সার্থ ছাড়া হয়না হজম, পেঁপেও গুরুপাক
পরনিন্দার ফোড়ন পেলে, সুস্বাদু হয় বেতোশাক
নাক উঁচিয়ে গন্ধ চেনে, ঝুলিয়ে দেঁতো হাসি
তেলা কথায় লাভ না হোলে, বলেন বুড়ি - মাসি
নেই অরুচি মাঙনা পেলে, বাসি হোলেও খুশী।।  


তিলক-টুপি-তসবী মালা, রাখেন সাথে সাথে
স্থান-কাল সময় ভেদে,  যখন যেটা লাগে
একই অস্ত্র, একই লক্ষ,  হের ফের নেই কোন
সময় মেপে সব আসরেই, উদ্ধার কর্তা যেন
শান্ত চোখে মাপেন সবই, মানো বা নাই মানো।।


কোন কিছুতেই নয় অপরাগ, হট লাইনেই যোগ
সমাধানে কিছুই চাননা, নেন মুদ্রা মূল্যে ভোগ
এটুকু তো পাওনা তাঁরি, আমি শুধুই সেবক
লাগলে তুক, না হলে,  মূল্য লাগে বেশী
সব খেলাতেই হার জিত, থাকো সদাই খুশি।।


দুনিয়াদারের ভাবনা গুলো সবই নাকি জানা
বাক স্বাধীনতা আছেই যখন, কে করবে মানা
সার্থের নাম যখের ধন, আগলে সবাই রাখে
জানেন, বোঝেন, মানুষ এমনি কি আর আসে
বোধ শক্তি ঘেঁটে গেলে, জড়ায় পেতে রাখা ফাঁসে।।


উপচারের মহা মেলায়, সবই আছে ত্রিভুবনে
মেলাতে গিয়েই অতল খাদে, আর পড়েনা মনে
অনেক খুঁজেও পেলাম না, নির্ভেজাল একটু ভক্তি
আমির-গরীব-সাধু-ফকির, একই সাথে, মানেনা কোন যুক্তি
প্রতি ডালায় হাজার চাওয়া, একজনেও চায়নি মুক্তি।।