খোকা ঘুমালো, মন জুড়ালো,  মা যে এমন ভাবে
সারাদিনের অনেক ধকল,  বইয়ের বোঝা কাঁধে
খোকা নিয়ে স্বপ্ন অনেক, নিজের মনেই আঁকে
সব কিছুতে এগিয়ে খোকাই, দেখেন দিব্য চোখে  ।।


খোকার বয়স ২১ হল, তবুও সে ছোট্ট আছে মনে
কেমন খাওয়া, কেমন পোশাক সবটাই মা জানে
খোকার বয়স ২৮ হল, ঘুম ছুটেছে, চিন্তা বাড়ে মায়ের
আর কি খোকা থাকবে কাছে, যাবে দখলদারী নিজের !!


অবেলার একলা খোকা, চোখের মণি, স্বপ্ন দিয়ে গাঁথা
সুখগুলো সব গাঁটরি বেঁধে খোকার কাছেই রাখা
বাবা কিছুই বোলত না, সুযোগ পেলে ফেলত দীর্ঘশ্বাস
চক্ষু বুজে ভাবেন একা, মায়ের খোকার হচ্ছে সর্বনাশ ।।