স্বপ্নগুলো আলোর মুখ দেখছেনা,
ভয়ঙ্কর চাপ চাপ কালো অন্ধকারে গাঁথা দৃশ্য অদৃশ্য দেওয়াল
হাঁসফাঁস অস্থিরতা, বোধের পঙ্গুত্ব, লোভের শ্রীবৃদ্ধি
খাবার টেবিলে সমাজ তত্বের বিতর্কে রেশমি কাবাবের ওম
সুখ দুখ্যে চিরদিনের সাথী দেশী বিদেশী পানিয়ের কান্না-হাসি
সব মিলে মিশে জিন ভেঙে নূতন সমীকরনে আরো নূতন
আলোর নিচে আরো ঘনীভূত আলোহীন সভ্যতা - বন্ধু !!


সময়ের চাপাকলে আর্সেনিক, সমাজ দিব্যি সয়ে নিয়েছে
কেউ শত্তুর নয়, কেউ মিত্র নয়, কোথায় যেন গলায় গলায়
আলোটা দূরে রাখাই থাক, অযথা উপদ্রবের ভার কে নেবে
কালোপিসি, বুদো মামা, হাঁসিমাসি কবেই বিদায় নিয়েছে
চরাচরে কুঁই কুঁই করে ডাকা মুরগী গুলোই আছে - নিরুপদ্রব
ঘাড় বেঁকিয়ে ভোরের শুক তারার দিকে তাকিয়ে জানান দেওয়া
সব ইতিহাসেই থাক, এই তো বেশ আছি - আলোর কি দরকার !!