কাব্য করার ছলে রুপের বাঁধন খুলে
মুক্ত হলে কমলকলি হৃদয় দীঘির জলে
মন হরণের ভেজা বাতাস মাঠ পেরিয়ে এলে
ঘুম নামে কি চোখের পাতায় রাত্রি গভীর হলে
ওই কাজল ধোয়া চোখের পানী এই পদ্মপাতায় থাক
তোমার সুখেই আজো খুশি, এপাতায় লাগবেনা গো দাগ
সত্য প্রেমের হয়না বিনাশ,  মানো বা নাই মানো
তোমার হাসিই ছিল সুখের উৎস, এইটুকু না হয় জেন।।


চৈতি দিনের খর তাপে চেয়েছিলে আরো একটু ছায়া
দুখ্য টুকু সেথায় আজো, ছিলনা বাদল মেঘের মায়া
ভালো থেক, ছন্দে থেক,  জানিও খুশির গোপন কথা
কাব্য কলির পাখায় বেঁধে পাঠিয়ে দিও পুরানো সব ব্যাথা  
ছন্দে ছন্দে গেঁথে মালা,  উড়িয়ে দিও আমার দেশে
হারানো নুপুর শুনেই হব খুশি, থাকি এই পরবাসে।।