হেমন্ত শিশিরে ভেজা চাঁদের কণায়
নিশ্চল পাতারা জাগে মুগ্ধ মায়ায়
অন্তহীন মনের মাঝে স্বপ্নেরা ফোটে
রাখলে ঠোঁটে ঠোঁট, হয়কি দোষ তাতে
দুচোখে ঘুম নেই, ক্লান্তিরা হার মানে
প্রেম সে কখন আসে, বলনা কে জানে ।।


কুয়াশা চাদরে ঢাকি, দাঁড়ায়ে বনরাজি
ছেঁড়া মেঘে নাও ভাসায় উদাসি মনমাঝি
প্রেমের বৈঠায় কাটিয়ে উজান পানি
সুখেরে ধরবে সে হোকনা কানা-কানি
অন্তহীন দুখ্যগুলো হলেও সাথী তার
হেমন্তে প্রেম এলে, বসন্তে সে ফুল বাহার ।।


দুচোখে এক চাওয়া, একই খেয়া স্বপনে
মেলতে চায় সে পাখা অদেখা অন্তহীনে
স্বপনে ভেসে ভেসে জীবন কে ভালোবেসে
রুপালি চাঁদের খেয়ায় ভোর হয় রাত শেষে
নব সুরে, নব রঙে, প্রেম আসুক  প্রতি মনে
প্রেমের ফুল ফুটুক, হারায়ে অন্তহীনে।।