তানপুরাটা মৃত এখন, স্মৃতির ধুলোয় - ছেঁড়া তারে  
কেউ দেখেনি কেমন আছে উঁকি দিয়ে বন্ধ ঘরে
ব্যস্ত সবাই কিনতে খুশি, হলেও তা অনেক দামে  
বল কে রাখে খোঁজ,  ছেঁড়া তারে হারিয়ে যাওয়া সুর
সময় গুলো যাচ্ছে সরে দ্রুত লয়ে দূর বহুদূর  ।।


জীবনটাকে ধরে বাজী, রাজা সাজার খেলা
প্রেম পিয়াসীর মোদির নেশায় ঊজান ঠেলেই চলা
চার দেওয়ালে আগলে রাখা রঙচটা সব স্মৃতির ভিড়ে
জ্বলে আগুন মনিকোঠায়, ছায়া পড়ে নয়ন তীরে  
অভিমানের ভারী বাতাস, দোল খেয়ে যায় সাঁঝের বেলা।।    


শেষ প্রহরের চাঁদের আলোয় বাতাস শোনায় সুর
ভালোবাসার ঠিক ঠিকানা বহু যোজন দূর।।