রাজনীতির ডোবায় মিথ্যা গুলো পচতে পচতে পাঁক
ধোপদুরস্ত কাপড়ে সাধারনের চিন্তায় নিদ্রাহীন ভাবনা
সমাধানে মিডিয়ার ওপারেশন, সবর্দা শুভ কামনা
পাংশু মুখে সাধু সঞ্চালক, গরিবের কষ্টে বুকফাটা কান্না
ঠান্ডা স্টুডিওতে যুক্তি-তক্ক, পক্ষ-বিপক্ষর বেয়াদপ বাহানা
জনগনের ঘাম মোছাতে, নেতা-মিডিয়ার হাঁকডাক।।


রঙিন ইডিওলজি, সাধারনের নির্বিকা-লজি, গুঁজে দেওয়া মত
গণতন্ত্রে সব চলে, সাংবিধানিক অধিকার -  মেরে খাওয়া
স্বাধীনতার খুড়োর কলে সাধারন ফাঁসিয়ে, গুনীদের নাচা-গাওয়া
খাবনা, খেতেও দেবনার ঢিল জঙ্গলে বাসকরে বোলতার চাকে !!
অসাধারনের কানে ঠেতোস্কোপের নল, দুখ্য মাপে সাধারনের বুকে
ক্যামেরায় বাইট দেয় অসাধারন মানুষ, ঠিক,  যত মত তত পথ।।


পচা ডোবার পাড়ে দাঁড়িয়ে যুগাবতার,  হাঁকে পরিষ্কার হয়না কেন !
মুষ্টি ছুঁড়ে প্রতিকার চায়, শান বাঁধানো ঘাট চাই চার দিকে
বোবা-কালা খালি পেটেই রাস্তা হাঁটে, যদি ছেঁড়ে শিকে
পাঁকের পচা আবহে অভ্যস্ত, ভীষন ভয় সংস্কারের গন্তব্যে
গেল গেল রব, চিত্রগুপ্তদের মাথায় হাত, অনভস্ত মন্তব্যে
উদ্যমী মানুষ একঘরে হয়ে যায়, শাসন শোনে, মনে থাকে যেন।।