কচু বনের মশা, কোন সাধনায় পেলি অবাধ তন্ত্র
কোন আসনে বসে, পেয়ে গেলি এমন হরণ যন্ত্র
চাহিদার চেয়ে যোগান বেশী, বলেন দেশবাসী
প্রতি রঙ্গে যায়রে বোঝা, অন্ধকারে সবাই খুশী।।


তালে বেলে ঠোকাঠুকি  তবু জন্মেতে নেই গোলমাল
একজনে করলে নৃত্য, অন্যের চোখে আসে জল
এক কামড়ে ডেঙ্গু হলে, হাফ কামড়ে পগার পার
পরপারে গরীব গুর্বো, তল্পী গোটায় সব মাস্টার।।


সকাল দুপুর ঝগড়া ঝাটি, বিছানায় গেলে পরিপাটি
গেরস্ত পড়ে ঘোর বিপদে, বোঝেনা কোথায় কার ঘাঁটি
তন্ত্রে মন্ত্রে নাস্তিকেও মন্ত্রমুগ্ধ , মাথা গোনে কলের হাত
জাতের রক্তের রং আলাদা, সাহেব-বিবির কেয়া বাত।।


হাড়ি-শুড়ি সব একাকার, লাভের ঘরে আতুরে নিয়ম নাস্তি
হলে ঝিয়ের পেটে মায়ের জন্ম, তুঙ্গে ওঠেন বৃহস্পতি
কেউ কারো নয় জগত মাঝে, তবু আসলেই সব ঘাটে
রক্তশূন্য গণদেবতা, খুড়োর কলে গণতন্ত্র দেশটা উঠবে লাঠে।।