শোনেন গো দাদা-দিদি, শোনেন গো বাবু-বিবি ( ২)
দেখেন যাহা চর্ম চক্ষে, সব সত্যি(২) একটুও তার মিথ্যা না
ঠগ বাছতে গাঁ উজাড়, তবু কেউ নাকি তা বুঝঝে না
কেউ নাকি শুঁকছে গন্ধ, কেউ নাকি তা গিলছে না
আজব এই দুনিয়াতে (২), চলছে খেলা মেলার মাঠে
চক্ষু গুলো ছানার বড়া,  তবু কেউ নাকি তা দেখছে না।।
দেখেন যাহা চর্ম চক্ষে, আসেপাশে, সব সত্যি, সব সত্যি
একটুও তার মিথ্যা না, একটু তার মিথ্যা না।।


এখানে গন্ধ পেলে (২) ঝাঁপিয়ে পড়ে নীতির মালা শিকেয় রেখে
নানা রঙের মুখোশ পরে, বলছে,  কলা খাচ্ছিনা (২)
রাশভারী ঐ কাঠবিড়ালি তবলা ঠুকে বলছে হেঁকে (২)
বগল যাও, সমঝে চলো, বলছে মানুষ তাইরেনা, তাইরেনা
নীতি কথায় বাড়ছে ক্ষিধে, খেয়ে তো আশ মিটছে না(২)
মনের মধ্যে এফোঁড় ওফোঁড়, মুখে কিছু বলছে না (২)
কেউ এগোলে খামচি মারে, ঝুঁড়ির উপর উঠতে না (২)
নাগর দোলার পাকে পাকে, শোনায় কথা অন্তরিক্ষে
কাঠের কষ্ট কে বোঝে আর, কে আছেগো নীতিলোকে।।