ভাত ছড়িয়ে কে দেখেছ, কাকের অভাব কোথায়(২)
মানুষ যে ভাই চালের গুঁটি, রাজনীতির এই খেলায়(২)
নীতির বালাই নেই যেখানে, নেতা-নেত্রী গুরু মশাই
গাছের খেলেও  নজর নিচে, নামাবলীর গোঁসাই(২)
যা শুনবে কানে রেখ মনে, নইলে থাকবেনা গো মান
চেলা-মেলা ভাঙড় ভোলা,  তারা মহা হৃদয়বান (২)
রঙের খেলায় তুখোড় হলেই,  তবেই আসবে পরিণতি
সাহেব-গোলাম সব বেকার, থাকলে ইস্কাবনের বিবি (২)।।


গরীব গুর্বোর নাম ভাঙিয়ে(২)  চলে নিত্য বেচা কেনা
রাজনীতির এই হাটে হাটে (২), সেইতো আসল সোনা
সব ভাবনা গরীব নিয়েই  নিজের জন্য কিছুই না
উঠতে গরীব,  বসতে গরীব, গরীব উপর ওলার দান
দেশে দেশে বাড়লে গরীব(২), রাজনীতি হয় মহান
এ পণ্যের এমনি গুন(২),  কোন কালে সে পচে না
চর্ম চক্ষে যা দেখ ভাই(২) একটুও তার মিথ্যা না (২)।।