বোঝেন ভালো নেতা-মন্ত্রী(২) ও ভাই সাধারনে বোঝেনা
সবার লাগি নিয়ম কানুন, জন নেতার জন্য না  
লাইন দিতেই জীবন কাবার (২), সকাল দুপুর রাতে
রেশন থেকে শশ্মান ঘাট,  সাধারনের সব কাজে
জন মোহিনী কথার কেল্লায়(২)  দলের কেতন উড়ে
সাধারনের গুঁড়ো বাতাসা, কনিকাতেই পূণ্য বেশি, গুনিজনে বলে
কপালে নাকি সবই ফলে(২), শুনি মহাপুরুষদের বাণী  
দেখেন সবাই ভাবের ঘোরে চর্মচক্ষে (২), ভুল হবেনা জানি ।।  


ভোটের কলে কাল পেরিয়ে(২), খুনি হয় ধর্মাবতার
বাঁশের লগায় লাগিয়ে মাইক, শোনায় কথা মানবতার  
এক ত্রিপলের তিনটে দশা (২) ত্রানের টাকায় স্বর্গে সিড়ি                                                                        
গরীব-গুর্বো আছেন খাসা, শতনামে তার মজুতদারি
সর্ব শিক্ষার প্রচার রথে (২), শিশু পাচারের নায়ক সে এক নেতা  
আছে মানুষ, সব কিছুতেই নির্বিকার, দেখেও ধোপদুরস্ত অসভ্যতা
মূল্যবোধের মুল গিয়েছে(২),  সে ভাই অনেক কালের কথা
তবু জটলা সেই ছাতার তলায়(২), মানুষ ভুলেছে মতের স্বাধীনতা ।।